Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১. উপজেলার নাম : ঈশ্বরদী পাবনা  ।

২. জনসংখ্যা : ৫,৯০,৯১৪ জন।পুরুষ-২,৯৬,৮৭০ জন এবং মহিলা-২,৯৪,০৪৪ জন।

৩. থানা/ইউনিয়নঃ থানা- ১ টি, পৌরসভা -০১টি , ইউনিয়ন - ০৭ টি। 

৪. কার্যালয়ের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ :

সামাজিক নিরাপত্তা কর্মসূচি :

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতয় পরিচালিত এ পজেলায় (ক) বয়স্ক ভাতা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা মোট   ১০,৫৯১  জন; (খ) বিধবা ও স্বামী নিগৃহীতা দু:স্থ মহিলা ভাতা কর্মূচির উপকারভোগীর সংখ্যা মোট ৩,৩০৮  জন; (গ) অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা মোট ৪,৫০০  জন এবং (ঘ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচির উপকারভোগীর সংখ্যা মোট ১৩৫  জন (ঙ) হিজরা জনগোষ্ঠির বিশেষ ভাতা ০১ জন (চ) অনগ্রসর জনগোষ্ঠির বিশেষ ভাতা ৪৩ জন (ছ) অনগ্রসর জনগোষ্ঠির শিক্ষা উপবৃত্তি

দারিদ্র বিমোচন আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচি :

দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতয় এ উপজেলায় পল্লী সমাজসেবা কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। (ক) পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ খাতে এ যাবৎ বরাদ্দকৃত সর্বমোট মূলধনের পরিমান ৯৮,৭৮,০০০/- (অষ্টনব্বই লক্ষ আটাত্তর হাজার ) টাকা;  উপকারভোগীর সংখ্যা- ২২৪৪  জন এবং (খ) দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আ্ওতায় পরিচালিত ঋণ কার্যক্রমে এ উপজেলায় সর্বমোট বরাদ্দকৃত অর্থের পরিমান ১৯,৬৯,৯০৪/- ( ঊনিশ লক্ষ উনসত্তর হাজার  নয়শত চার) টাকা;  এ কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা- ১৮২  জন। 

আবাসন আশ্রয়ণ প্রকল্প :

আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ উপজেলায় ৩(তিন) টি আশ্রয়ণ প্রকল্প রয়েছে। বহরপুর আশ্রয়ণ প্রকল্প, বাঘহাসলা  আশ্রয়ণ প্রকল্প এবং আটঘরিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প। এ সকল আশ্রয়ণ প্রকল্পে ঋণ খাতে বরাদ্দকৃত মূলধনের পরিমাণ ৮,৫০,০০০ /- (আট লক্ষ পঞ্চাশ  হাজার) টাকা যা লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর মাঝে ক্ষুদ্র ঋণ হিসাবে বিনিয়োগকৃত; এ কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা- ২২৯ জন। 

প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ :

প্রতিবন্ধিতা সরাক্তকরণ জপি কর্মসূচির মাধ্যমে পাবনা সদর উপজেলায় জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এ জরিপের মাধ্যমে সনাক্তকৃত বিভিন্ন ক্যাটাগরির প্রতিবন্ধির সংখ্যা - ৬৩৭৮ জন। যাদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

বেসকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট :

বেসরকারী এতিমখানা ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমখানার সংখ্যা ০৩ টি। ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত এতিমের সংখ্যা ৪৯ জন। জয়নগর দারুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ঈশ্বরদী সিদ্দিকিয়া কওমিয়া মাদ্দ্রাসা লিল্লাহবোর্ডিং ও এতিমখানা এবং দারুল উলুম মাদ্রাসা ফুরফুরা শরিফ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং।